Ami Ek Garib Premik Neela Tab par Argha Dev

4 Accords utilisés dans la chanson: D, A, G, Em

Notez la chanson !
ImprimerAjouter cette tab à votre SongBook

Voir ces acccords pour le Baryton

Changer de tonalité:
Accords:
Epingler les accords pendant le scroll

Tablature / Chords (Chanson entière)

Font size: A- A A+

Artiste: 
Album:  inconnu
Difficulté: 
3.5
(intermédiaire)
Tonalité: D, BmAccords
(D D) আমি এক গরিব প্রেমিক নীলা
(D D) আমার আর (A A) কিচ্ছু করার নেই,
(D D) আমি এক বেকার প্রেমিক নীলা
(D D) তোমাকে (A A) কিচ্ছু দেবার নেই।
(G G) একটা নীল জোছনা রাতে
(A A) এক মুক্ত আকাশ সাথে,
(Em Em) শান্ত শীতল (A A) শহরে (D D) দুজনে।
(G G) একটা নীল জোছনা রাতে
(A A) এক মুক্ত আকাশ সাথে,
(Em Em) শান্ত শীতল (A A) শহরে (D D) দুজনে।
(D D) আমি এক গরীব প্রেমিক নীলা
(D D) আমার আর (A A) কোথাও যাওয়ার নেই।। (x2)

(D D,A A,G G,A A)

(D D) আমার ভাঙ্গা ঘরে.....
(D D) আমার ভাঙ্গা ঘরে
(D D) ঝিমঝিমিয়ে বৃষ্টি নামবে (A A) যখন,
(A A) আমি বুকটা পেতে (G G) আগলে রাখতে (D D) জানি
(A A) তুমি এই বুকেতেই (G G) রাখবে মাথা (D D) মানি,
(A A) আমি বুকটা পেতে (G G) আগলে রাখতে (D D) জানি
(A A) তুমি এই বুকেতেই (G G) রাখবে মাথা (D D) মানি।
(D D) আমি এক গরীব প্রেমিক নীলা
(D D) আমার আর (A A) কোথাও যাওয়ার নেই,
(D D) আমি এক বেকার প্রেমিক নীলা
(D D) তোমাকে (A A) কিচ্ছু দেবার নেই।
(D D) তোমার শরীরী জ্বরে......
(D D) তোমার শরীরী জ্বরে
(D D) উসুম উসুম (A A) জলপড়া হব আমি,
(A A) তুমি ভাত তুলে দিয়ে (G G) অপেক্ষা করো (D D) আমার
(A A) আমি মাড় গেলে দিয়ে
(G G) ভাত বেড়ে দেবো (D D) তোমায়,
(A A) তুমি ভাত তুলে দিয়ে (G G) অপেক্ষা করো (D D) আমার
(A A) আমি মাড় গেলে দিয়ে
(G G) ভাত বেড়ে দেবো (D D) তোমায়।
(D D) আমি এক গরিব প্রেমিক নীলা
(D D) আমার আর (A A) কিচ্ছু করার নেই,
(D D) আমি এক গরীব প্রেমিক নীলা
(D D) আমার আর (A A) কোথাও যাওয়ার নেই।
(G G) একটা জীর্ণ শীর্ণ মানিব্যাগ
(A A) তাতে খুচরো পয়সা গোঁজা,
(Em Em) আর তোমার একটা (A A) সাদা কালো ছবি (D D) এই।(x2)
(D D) আমি এক গরিব প্রেমিক নীলা
(D D) আমার আর (A A) কিচ্ছু করার নেই,
(D D) আমি এক বেকার প্রেমিক নীলা
(D D) তোমাকে (A A) কিচ্ছু দেবার নেই।
(D D) আমি এক গরিব প্রেমিক নীলা।

Tab par , 07 mai 2024

Commentaires (1)

Commenter
Partagez vos rythmiques, vos accords ou vos astuces pour jouer cette tablature!
Filtrer par:
Deep007 avatar
if i assign the strings like this -->
A=1, E=2, C=3, G=4
then the strumming goes like this.....1,4,3,2
and ue d-d-ux
listen the song u will understand how it goes
07 May 2024
Commentaire

Top Tabs et Accords de Argha Dev, ne manquez pas ces chansons!

A propos de cette chanson: Ami Ek Garib Premik Neela

Pas d'information sur cette chanson.

As-tu repris Ami Ek Garib Premik Neela sur ton Ukulélé ? Partage ta reprise!
Ajouter une reprise