Ami Ek Garib Premik Neela Tabulatur von Argha Dev

4 Im Lied verwendete Ukulelengriffe: D, A, G, Em

Song bewerten!
druckenTab ins SongBook hinzufügen

Ansehen dieser Akkorde für Bariton

Transpose chords:
Akkorde:
halten sie während des scrollens akkorde auf dem bildschirm

Tablature / Chords (Ganzer Song)

Font size: A- A A+

Künstler: 
Album:  unbekannt
Schwierigkeit: 
3.5
(Mittelstufe)
Key: D, BmAkkorde
(D D) আমি এক গরিব প্রেমিক নীলা
(D D) আমার আর (A A) কিচ্ছু করার নেই,
(D D) আমি এক বেকার প্রেমিক নীলা
(D D) তোমাকে (A A) কিচ্ছু দেবার নেই।
(G G) একটা নীল জোছনা রাতে
(A A) এক মুক্ত আকাশ সাথে,
(Em Em) শান্ত শীতল (A A) শহরে (D D) দুজনে।
(G G) একটা নীল জোছনা রাতে
(A A) এক মুক্ত আকাশ সাথে,
(Em Em) শান্ত শীতল (A A) শহরে (D D) দুজনে।
(D D) আমি এক গরীব প্রেমিক নীলা
(D D) আমার আর (A A) কোথাও যাওয়ার নেই।। (x2)

(D D,A A,G G,A A)

(D D) আমার ভাঙ্গা ঘরে.....
(D D) আমার ভাঙ্গা ঘরে
(D D) ঝিমঝিমিয়ে বৃষ্টি নামবে (A A) যখন,
(A A) আমি বুকটা পেতে (G G) আগলে রাখতে (D D) জানি
(A A) তুমি এই বুকেতেই (G G) রাখবে মাথা (D D) মানি,
(A A) আমি বুকটা পেতে (G G) আগলে রাখতে (D D) জানি
(A A) তুমি এই বুকেতেই (G G) রাখবে মাথা (D D) মানি।
(D D) আমি এক গরীব প্রেমিক নীলা
(D D) আমার আর (A A) কোথাও যাওয়ার নেই,
(D D) আমি এক বেকার প্রেমিক নীলা
(D D) তোমাকে (A A) কিচ্ছু দেবার নেই।
(D D) তোমার শরীরী জ্বরে......
(D D) তোমার শরীরী জ্বরে
(D D) উসুম উসুম (A A) জলপড়া হব আমি,
(A A) তুমি ভাত তুলে দিয়ে (G G) অপেক্ষা করো (D D) আমার
(A A) আমি মাড় গেলে দিয়ে
(G G) ভাত বেড়ে দেবো (D D) তোমায়,
(A A) তুমি ভাত তুলে দিয়ে (G G) অপেক্ষা করো (D D) আমার
(A A) আমি মাড় গেলে দিয়ে
(G G) ভাত বেড়ে দেবো (D D) তোমায়।
(D D) আমি এক গরিব প্রেমিক নীলা
(D D) আমার আর (A A) কিচ্ছু করার নেই,
(D D) আমি এক গরীব প্রেমিক নীলা
(D D) আমার আর (A A) কোথাও যাওয়ার নেই।
(G G) একটা জীর্ণ শীর্ণ মানিব্যাগ
(A A) তাতে খুচরো পয়সা গোঁজা,
(Em Em) আর তোমার একটা (A A) সাদা কালো ছবি (D D) এই।(x2)
(D D) আমি এক গরিব প্রেমিক নীলা
(D D) আমার আর (A A) কিচ্ছু করার নেই,
(D D) আমি এক বেকার প্রেমিক নীলা
(D D) তোমাকে (A A) কিচ্ছু দেবার নেই।
(D D) আমি এক গরিব প্রেমিক নীলা।

Tabulatur von , 07 Mai 2024

Tab Kommentare (1)

Kommentieren
Teilen Sie Ihre Strumming-Muster, Akkorde oder Tipps zum Spielen dieser Registerkarte mit!
Filtern nach:
Deep007 avatar
if i assign the strings like this -->
A=1, E=2, C=3, G=4
then the strumming goes like this.....1,4,3,2
and ue d-d-ux
listen the song u will understand how it goes
07 May 2024
Kommentar

Top Tabs & Akkorde von Argha Dev, verpassen Sie diese Songs nicht!

Über dieses Lied: Ami Ek Garib Premik Neela

Keine Informationen über dieses Lied.

Haben Sie Ami Ek Garib Premik Neela auf Ihrer Ukulele gecovert? Teilen Sie Ihr Werk!
Cover abgeben